top of page

স্তব্ধতা - সোনালী ঘোষ

  • Writer: সোনালী ঘোষ
    সোনালী ঘোষ
  • Mar 1
  • 1 min read

Updated: Mar 23


স্তব্ধতা

ধুধু বাতাস, সে কেবল পুড়িতে থাকে দুরন্ত জ্বরে। আমি তো পথিক নই, তবুও বিস্ময়...কারা যেন সারাদিন চুপ করে বসে খুঁটে নেয় আলো, আর ফোঁটা ফোঁটা ছায়া হ্রদের গভীরে। এতদিন পর? তবে কি পার্বতি এসেছেন নাইতে আজ... ত্রিভঙ্গে ফুটেছে দ‍্যাখ যত শ্বেত পদ্ম। নরম থেকে নরমতর সম্মোহনে ছুটে আসেন নটরাজ।


এসব নতুন নয়, যদি জান্তব করে তোলে সেই সব বোধ, যারা ছায়া বাজিদের বড় কাছাকাছি তুমি অগোছালো অথবা দ্বিচারী...ঐ ঠোঁটে সোহরির বিষ তবু অন্ধ না হয়ে পারি না আর যদি স্পর্শ হয় দৃঢ় প্রাণপনে থাকি স্থির হে, ভূগর্ভ আঁধার শয়তান ডাকে, বলে পাপ নেই পাপ নেই, এসো মুদ্রা ভেঙে...

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page