মা যেমন আমার জন্মতারিখ ৫ই অক্টোবর, ১৯৩৫, স্কুলের খাতায় লিখিয়ে দিয়েছে, ওটাই আমার জন্মদিন। সেইই পাখিডাকা ভোর, মায়ের বুকের মধ্যে মুখ গুঁজে। মায়ের মুখে শোনা অ আ ক খ আমার প্রথম পাঠ। 'পাখিসব করে রব, রাতি পোহাইল' মদনমোহন তর্কালঙ্কারের এই অমৃত কবিতা পান তো আমার মায়ের তাম্বুলরঞ্জিত ওষ্ঠাধর থেকে। তাই যেন মনে হয়, বাংলাই আমার প্রিয়তমা ভাষা। বাংলাভাষা আমার অহংকার।
আমার আয়নাকথা
Aamar Aynakatha
Aamar Aynakatha - Kamalesh Paul
কমলেশ পাল

















