রাঢ়ের মধ্যমণি হল বর্ধমান। মহাবীরের নামের সঙ্গে যুক্ত প্রাচীন এই জনপদ। বর্ধমান শহরেই আছে পির বাহারাম, যোগী জয়পাল, নুরজাহান, শের আফগান, কুতুবউদ্দীন কোকার কাহিনী, এবং রাজপরিবারের দীর্ঘ তিনশো বছরের ইতিহাস। শহর, জেলা এবং অন্য রাজ্যে ছড়িয়ে রাজাদের তৈরী নানান স্থাপত্যকীর্তি। সীতাভোগ, মিহিদানা, ল্যাংচার ইতিহাস, শাক্তপদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য, মঙ্গলকাব্যের কবি মুকুন্দচক্রবর্তীর, ঘনরাম চক্রবর্তী ও নরসিংহ বসু প্রমুখ লেখকদের সম্মিলন, বর্ধমান শহর ও জেলার বিভিন্ন পুরাকীর্তি, মন্দির, মসজিদ, জলাশয়, শিক্ষা প্রতিষ্ঠান নানান ঐতিহাসিক তথ্য আলোচিত হয়েছে। আশা করা যায় বইটি প্রতিটি ইতিহাসপ্রেমী মানুষের কাছে সমাদর লাভ করবে।
বর্ধমানের ইতিকথা
Bardhamaner Itikatha
Bardhamaner Itikatha - Shyamsundar Bera
শ্যামসুন্দর বেরা

















