Bhetkir Bhut - A collection of Graphic and text by Q, Surojit Sen, Sambaran Das
ভেটকি কে, ভেটকি কী, ভেটকি কোথায়, ভেটকি কেন - ইত্যাকার প্রশ্নবোধক বালখিল্যসুলভ বদহজমের দাওয়াই এই বইয়ে নেই। ভেটকির ভূত ছাড়া এই বইয়ে কিসুই নেই। কাজেই উটকো এই বই কেনা মানে বিলকুল লস। তারপরেও চাইলে নিজদায়িত্বে খরিদ্ করবেন। মনে রাখবেন, বই খাওয়া অপেক্ষা ফিশফ্রাই পড়া সর্বদাই মহত্তর কর্ম।
ভেটকির ভূত
Bhetkir Bhut