Binimoy - Buddhadev Halder & Swastika Bhattacharya
আধুনিক স্মার্টফোন ও কম্পিউটার প্রযুক্তির যুগে চিঠি আজ হারিয়ে যেতে বসেছে। নব্বইয়ের দশক পর্যন্ত চিঠি ছিল দূরের মানুষের সাথে যোগাযোগের মাধ্যম। প্রিয় মানুষের লেখা চিঠি, মানুষ আগে একবার না, বহুবার পড়তো। লেখা ছুঁয়ে দেখতো। কারণ, চিঠির ভিতর সেই প্রিয় মানুষটির স্পর্শ অনুভব করতো। সময়ের বিবর্তনে চিঠি আজ অচল, প্রায় বিলুপ্ত। বিনিময় বইটি একটি পত্র উপন্যাস। এই পত্রগুলি মন্ময় ও রিক্তার অসমাপ্ত প্রেমকাহিনীর ইতিহাস। বসন্তের নতুন পাতার সাথে সূচনা হয় মন্ময় ও রিক্তার পত্র বিনিময়। চিঠি প্রেমের, আবেগের, দুঃখের, না বলা কথা প্রকাশের মাধ্যম। বিনিময়ের আখ্যানও ঠিক তাই। এই গ্রন্থের সাথে পাঠক-পাঠিকারা নিজেদের বহু আবেগ স্মৃতি মেলাতে পারবেন। যা অতীতের সাথে দেখা হওয়ারই সামিল। বইটির সাথে একটি পোস্টকার্ড পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে দেওয়া হল। যাতে আপনাদের অসমাপ্ত কথাগুলি সেই ঠিকানায় আবার পাঠিয়ে দিতে পারেন। হতেই পারে, আপনি বহুযুগ ধরে যে কথা শুনতে চেয়ে অপেক্ষায় রয়েছেন, তার উত্তর পেয়ে গেলেন। পত্র বিনিময় জারি থাকুক।
বিনিময়
Binimoy