কলকাতার কতিপয় ঐতিহ্যবাহী পরিবারের আয়োজনে এই শারদীয়া মহাপূজা এখনও পালিত হয় প্রাচীন ধারার সংরক্ষণে তথা শাস্ত্রীয় মূল্যবোধে। দুর্গাপূজার ইতিহাস, দেবী দুর্গার ধ্যান ও স্তোত্র, শোভাবাজার রাজবাড়ী, সাবর্ণ রায় চৌধুরী বাড়ি, বাগবাজার হালদার পরিবার, হাটখোলার দত্ত পরিবার, সাদার্ন এভিনিউয়ের ঘোষ রায় পরিবার, কলুটোলার মতিলাল শীল পরিবার, ভবানীপুর মিত্র পরিবার এই সাতটি ক্ষেত্রের শারদীয়া পুজোর বিবরণ গ্রন্থিত এই বইতে। ইতিহাস-ধর্ম-সংস্কৃতি সম্পর্কে জানতে যারা আগ্রহী দুর্গোৎসবের প্রাক্কালে প্রতিটি পাঠকের কাছে এই বই বিস্তার লাভ করুক।
বনেদি কলকাতার দুর্গোৎসব
Bonedi Kolkatar Durgotsav
Bonedi Kolkatar Durgotsav - Subhadip Roy Chowdhury
শুভদীপ রায় চৌধুরী

















