Chheleder Betal Panchabinshati - Kuladaranjan Ray
মূল সংস্কৃত থেকে ছোটদের জন্য কুলদারঞ্জন রায় পরিবেশন করেন "ছেলেদের বেতাল পঞ্চবিংশতি"। তাঁর নিজস্ব মুনশিয়ানায়, গল্পের নির্যাস এক রেখে সংক্ষিপ্ত আকারে বুনেছিলেন বেতালের বলা পঁচিশটি কাহিনী এবং তার পূর্বকথা ও তাল-বেতালের কাহিনী। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে সমাদৃত হবে।
ছেলেদের বেতাল পঞ্চবিংশতি
Chheleder Betal Panchabinshati