top of page

Chitrakar Rabindranath - Dr. Satyajit Choudhury

₹600.00 Regular Price
₹500.00Sale Price

অধ্যাপক সত্যজিৎ চৌধুরীর শিল্পপ্রীতির কথা সর্বজনবিদিত। কেবল দর্শক হিসেবে নয়, চিত্রশিল্পের একজন অনুপুঙ্খ বিশ্লেষক এবং নন্দনতাত্ত্বিক হিসেবেও যে তাঁর স্বতন্ত্র এক উচ্চারণ রয়েছে তা তাঁর ‘অবনীন্দ্র-নন্দনতত্ত্ব’ পড়লেই স্পষ্ট হয়। জড়তাবিহীন, প্রাঞ্জল গদ্য, গভীর অন্তর্দৃষ্টি ও তীক্ষ্ণ বিশ্লেষণ-রীতি তাঁর লেখার মূল আকর্ষণ। জীবৎকালেই ‘চিত্রকর রবীন্দ্রনাথ’ বইটির পরিকল্পনা করেছিলেন সত্যজিৎবাবু। তাঁর আকস্মিক মৃত্যুর ফলে সে-প্রকল্পটিরও অকালপ্রয়াণ ঘটে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর রবীন্দ্রচিত্রবিষয়ক প্রবন্ধগুলি একটি ফাইলে একত্রিত করে রেখেছিলেন তিনি। তাঁর সুযোগ্যা ছাত্রী ড. বিজলি সরকারের সম্পাদনায় শেষ অবধি ছাপাখানার মুখ দেখেছে ‘চিত্রকর রবীন্দ্রনাথ’।

এ বই নিয়ে সত্যজিৎবাবুর ভাবনাচিন্তা দীর্ঘকালের। এ বিষয়ে কাজ করবার জন্য তাঁর উপাদান সংগ্রহের ব্যাপ্তি বিস্ময়কর। কাজটি খুব গুছিয়ে করবেন বলে, যা তিনি প্রতিটি কাজকর্মের ক্ষেত্রেই করে থাকেন, প্রচুর তথ্য, অ্যালবাম, রবীন্দ্রনাথের আঁকা ছবির সংগ্রহ, ছবি-সংক্রান্ত লেখা, অন্যান্য সমকালীন তথ্য— সে এক ব্যাপক উদ্যোগে তিনি গুছিয়ে তুলেছিলেন ধীরে ধীরে। এ-বিষয়ে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ প্রবন্ধও লিখেছিলেন বিভিন্ন পত্রপত্রিকায়। একসময় রবীন্দ্রনাথের ছবির স্লাইড দেখিয়ে চিত্রকর রবীন্দ্রনাথের পরিচয় তুলে ধরা অধ্যাপক চৌধুরীর তীব্র প্যাশন ছিল। তার জন্য প্রচুর পরিশ্রমও করেছেন। তাঁর অনবদ্য প্রাঞ্জল ভাষায় স্লাইড দেখিয়ে দেখিয়ে রবীন্দ্র-চিত্রকলার নন্দনতত্ত্বের ব্যাখ্যা শোনা ও দেখার অভিজ্ঞতা যাঁদের হয়েছে— সেই উজ্জ্বল স্মৃতি নিশ্চিতভাবে তাঁরা চিরকাল মনে রাখবেন। রবীন্দ্রনাথের ছবির আঙ্গিক ব্যাখ্যা তাঁর মৌলিক চিন্তার স্বাক্ষর বহন করে— তাঁর আগে রবীন্দ্রনাথের চিত্ৰভাবনা বিষয়ে এমন মৌলিক ভাবনা ও দিশা আমরা খুব বেশি দেখতে পাই না। রবীন্দ্র-চিত্রকলা বিষয়ে তিনি ঠিক কী বলতে চেয়েছেন এবং আধুনিক ভারতীয় চিত্রকলায় রবীন্দ্রনাথের কাজের তত্ত্বগত অবস্থানটি ঠিক কোথায়— সে সম্পর্কে তাঁর অনুসন্ধানই এই গ্রন্থের মূল উপজীব্য। সত্যজিৎবাবুর একত্র করা লেখাগুলির সাথে বিষয়-সাযুজ্য রেখে আরো দু-একটি রচনা যুক্ত হয়েছে সংকলনটিতে। সব মিলিয়ে বিশ্বভারতীর ‘রবীন্দ্র-স্মারক গ্রন্থ’-এ (১৯৯১) প্রকাশিত ‘চিত্রকর রবীন্দ্রনাথ’ থেকে শুরু করে ছ’টি অগ্রন্থিত প্রবন্ধ, দু’টি বক্তৃতার লিখিত রূপ, একটি সমালোচনা ও দুটি অপ্রকাশিত লেখা (একটি অসম্পূর্ণ) সংকলিত হয়েছে এই গ্রন্থে। সচিত্র গ্রন্থ পছন্দ করতেন তিনি; সে-কথা স্মরণে রেখেই বেশ কিছু বহুবর্ণ চিত্রও সংযোজন করা হল। আমাদের দুর্ভাগ্য, তিনি এ বই দেখে যেতে পারলেন না। আশা করা যায়, তাঁর শিল্পচর্চার বিরাট ভূখণ্ডে এই বই একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে এবং রসজ্ঞ পাঠক বইটি আপন করে নেবেন।

 

চিত্রকর রবীন্দ্রনাথ 

Chitrakar Rabindranath

Quantity
  • লেখক

    সত্যজিৎ চৌধুরী

  • সম্পাদনা

    বিজলি সরকার

  • প্রকাশনা

    আঁচমন

  • ধারা

    প্রবন্ধ

  • পৃষ্ঠা সংখ্যা

    ২২৫

  • বাঁধাই

    হার্ডকভার

Related Products

bottom of page