স্বতঃস্ফূর্ত প্রশ্ন করার ক্ষমতা অপেক্ষাকৃত অল্প বয়সেই বেশি থাকে। যেমন, সূর্য কি পশ্চিমে উঠতে পারে? মাছেরা কি জল খায়? 'যত সব আজেবাজে প্রশ্ন' বলে বড়রা ঠিক যেখানে ছোটদের থামিয়ে দেন সেখানেই কলম ধরেছেন লেখক। ছোটদের মনের জিজ্ঞাসা গুলো তিনি ঠিক আঁচ করেছেন, তাদের জানাচ্ছেন আকাশের গায়ে টকটক গন্ধের ইতিহাস কিংবা জেব্রাদের গায়ে দাগে ভরা সমস্যার কথা। এই ধরনের স্বাভাবিক জিজ্ঞাসা অনেক শিশু ও কিশোরের। তাদের সবার সঙ্গে এই উত্তরগুলি ও অভিজ্ঞতা ভাগ করে নেবার প্রয়াসেই এই বই। বড় হবার সঙ্গে সঙ্গে আমরা ক্রমশ হারিয়ে ফেলি বিস্মিত হবার ক্ষমতা। শিশু-কিশোর মন দু-চোখ মেলে যখন বিশ্বকে দেখে, তখন সেই দেখাটাই তাকে উৎসুক করে, জিজ্ঞাসু করে। বিস্ময়ভরা সেই কৌতুহলী মনের কিছু স্বাভাবিক প্রশ্ন ও তার উত্তর খোঁজার ফসল হলো এই বইটি। শিশু-কিশোর ও অভিভাবকদের কাছে এই বই দ্রুত গৃহীত হবে বলে আশা করা যায়।
দু-হাত দিয়ে বিশ্বরে ছুঁই : ছোটরা যা যা জানতে চায়
Du-Hat Diye Bisware Chhui : Chotora Ja-Ja Jante Chay
Du-Hat Diye Bisware Chhui : Chotora Ja-Ja Jante Chay - Suvendu Gupta
শুভেন্দু গুপ্ত

















