Gamcha Charitkotha - Chandan Shafiqul Kabir
গামছা অভদ্রবিত্তেরভূষণ। কাজে অকাজে সে গামছা-সাথী। বাঙলার বাইরেও গামছার রমরমা। অথচ গামছা নিয়ে জ্ঞানচর্চার অভাব প্রকট। অভাব পূরণ করলেন বাঙলার গর্বের তাঁত ঐতিহ্যের ধারকবাহক বুনকর চন্দন শফিকুল কবীর। তিনি শুধু সুতো মাকুতেই শিল্প রচনা করেন না, কালি কলমে লিখে যান ভবিষ্যতের উপনিবেশ বিরোধীভাষ্য। ভদ্রবিত্তের আঙিনার বাইরে আশ্লেষে বাঙলাকে জড়িয়ে থাকা গামছাই তাঁর এই বইয়ের হাতিয়ার। মঙ্গলকাব্য থেকে ঠগী হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পেরিয়ে আজকের সাহিত্যে গামছার সরল সচল উপস্থিতি লক্ষ্য করেন লেখক। হাতে চালানো গামছা তাঁতকে খেয়ে ফেলা তিমিঙ্গিল পাওয়ারলুমের দাপটকে, তাঁতির হাহাকারকে। এই গ্রন্থে গামছাচন্দ্রিকা, গামছামঙ্গল, গামছা বাখান, বাঙালির পরিচ্ছদ বিতর্ক ও গামছা, গামছার প্রাচীন নাম শাঙালি, ইংরেজি 'পারেগ' ও 'বালেগ' জাতির বস্ত্রবিধান, গামছার গান, অসমীয়া সংস্কৃতিতে গামছা, বাঙলা ছড়ায় গামছা, ব্রতকথায় গামছা, মঙ্গলকাব্যে গামছা, বাঙলা সাহিত্যে গামছা, বাঙলা কবিতায় গামছা, প্রবাদে প্রবচনে গামছা, গামছার টেকসই বৃত্তান্ত ও পরজন্মে গামছা, গামছা তাঁত -রং- ও বয়ন নকশা, গামছার নকশা, গামছা তাঁতিদের পেশা সংকট ও টিকে থাকার লড়াই, গামছা কবর, লিপিকরের শ্রমমূল্য গামছা, ইতিবৃত্তের পরের বা ইতিকথার আগের কথা, গামছা সমাচারের ইতিকথা, এই নিয়েই এই বই। বাঙলা হোক গামছাময়। আশা করা যায় এই গ্রন্থ দ্রুত মননশীল পাঠকদের হস্তে সমাদর লাভ করবে।
গামছা চরিতকথা
Gamcha Charitkotha