বাংলা ভাষার তথাকথিত নিয়ন্ত্রক গোষ্ঠীর বিরুদ্ধে নিছক বিদ্রোহ ঘোষণা নয়,অভিনব গদ্যপ্রযুক্তি ও তার বাস্তব চয়ন এই উপন্যাসকে স্বকীয় করে তুলেছে। রূপক অর্থে ব্যবহৃত শব্দমালার উপযুক্ত নিক্ষেপ পাঠকের মনে উৎসাহ যোগায়। বাংলা সাহিত্যের প্রথম স্ল্যাং আশ্রিত উপন্যাস 'ঘামলাঘাট'। পাশ্চাত্য সাহিত্যে প্রচলিত "আন্ডারগ্রাউন্ড লিটারেচার"-এর অন্ধ অনুকরণ নয়, এই উপন্যাসে বাস্তবতা পাওয়া যায়। উপন্যাসের চরিত্রেরা পাঠকের কাছে চরিত্র হিসেবে না থেকে জলজ্যান্তভাবে উপস্থিত। এখানেই এই রচনার সার্থকতা। মাতালগোষ্ঠীর নিয়ত গোলমাল হয়ে ওঠে এলিট সমাজের মাথাব্যাথ্যার কারণ। সংস্কৃতির ভাঙ্গন ধরায় ভাষানিয়ন্ত্রকের ভিত্তিভূমে। তথাকথিত সভ্য সজ্জন ব্যাক্তি ব্যাতীত সকল পাঠকদের কাছে বইটি দ্রুত গ্রহণযোগ্য হয়ে উঠবে তা আশা করা যায়।
ঘামলাঘাট
Ghamlaghat
Ghamlaghat - Ajit Roy
অজিত রায়