'হরফচর্চা' সপ্তম সংখ্যাও বেরোচ্ছে নির্ধারিত সময়ের চেয়ে খানিক দেরিতে। বিলম্বিত এই সময়কালের টাইপোগ্রাফি সংক্রান্ত কিছু সংবাদ সংক্ষেপে জানিয়ে রাখা যাক। ৬-৮ মার্চ অনুষ্ঠিত হল 'টাইপো ডে ২০২৫'। হরফ নিয়ে চর্চার উদ্দেশ্যে প্রতিবছরই এই সম্মেলন আয়োজিত হয় ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কখনো-বা বিদেশে। এবারের আয়োজন হয়েছিল আইআইটি বম্বের আইডিসি স্কুল অব ডিজাইনে। মূল থিম রাখা হয়: টাইপোগ্রাফি ও গল্প বলা। এই ভাবনার অধীনে হরফকেন্দ্রিক নানা বিচিত্র বিষয়-যেমন, সাহিত্য প্রকরণের ভিত্তিতে মারাঠি প্রচ্ছদ ডিজাইনের বিশ্লেষণ; অসমের আদিবাসী খাদ্য ঐতিহ্য থেকে উদ্বুদ্ধ হয়ে তৈরি টাইপফেসের বৃত্তান্ত; কেরলের রাজনৈতিক গ্রাফিতির পর্যালোচনা; রামনামী সমাজের উলকিতে লিপি ও শৈলীর ভূমিকা ইত্যাদি আলোচিত হয়। সঙ্গে ছিল বিবিধ কর্মশালা ও প্রদর্শনী। প্রদর্শিত হয় 'হরফচর্চা' পত্রিকা এবং বোধশব্দ প্রকাশনার বইপত্রও।
গত এপ্রিলে কলকাতার খেলাত ভবনে অনুষ্ঠিত হয় পঞ্চানন কর্মকারকে 'নিয়ে' একটি প্রদর্শনী। শুরুতে খবরটি আগ্রহের উদ্রেক করলেও, ক্রমে বোঝা যায় গোটা ব্যবস্থাপনাই কার্যত অপেশাদারিত্বে ভরা। প্রদর্শনীতে বিষয়কেন্দ্রিক গবেষণা বা তথ্যনিষ্ঠতার অভাবও ছিল চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে অধিক বিস্তারে যাওয়া থেকে আমরা বিরত রইলাম।
আসি এ-সংখ্যার কথায়। এই প্রথম ইন্দীয় লিপির বাইরের কোনো বিষয় 'হরফচর্চা'-র প্রচ্ছদে। আলোচিত গ্রন্থটির দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক গুরুত্বই এই সিদ্ধান্তের কারণ। আশা রাখি, বিশ্লেষণাত্মক এ-রচনা শুধু হরফ নয়, গ্রন্থনির্মাণ নিয়েও আমাদের আলোকিত করবে।
হরফচর্চা, মার্চ ২০২৫
সম্পাদনা : সুস্নাত চৌধুরীধারা : লিটিল ম্যাগাজিন
পৃষ্ঠা সংখ্যা : ৩২
বাধাই : স্টেপেল্ড বাইন্ডিং
top of page
₹65.00 Regular Price
₹60.00Sale Price
Related Products
bottom of page