হুকা-কাশি এমন বিচিত্র নামটি তৈরি হল কী করে?
ননীগোপাল মজুমদার এ বিষয়ে একটি চমৎকার ঘটনার উল্লেখ করেছেন 'আমাদের মনোরঞ্জন' নিবন্ধে-
'একদিনের কথা মনে পড়ে। রামধনু অফিসে গিয়ে দেখি মনোরঞ্জন বাবু মৃদু মৃদু হাসছেন।
আমি বললাম, ব্যাপার কী?
মনোরঞ্জন বাবু বললেন, তুমি আমাকে কনগ্রাচুলেট করতে পারো।
আমি বললাম, কারণ?
কারণ আমি এমন একটি চরিত্রের কল্পনা করেছি, যাতে বাংলা সাহিত্যে একটি নতুন জিনিসের আবির্ভাব হবে।
যথা?
হুকা-কাশি।
বলে তাঁর প্রচন্ড হাসি।
আমি তো অবাক। ঐ অদ্ভুত নামটির অর্থ কী?
হাসতে হাসতে বললেন, 'হুকা খেলে কী হয়? কাশি তো? এ দুইয়ে মিলিয়ে হল আমার ডিটেকটিভ উপন্যাসের নায়কের নাম। অবশ্য ঐ অদ্ভুত নামটির জন্য ভদ্রলোককে জাপানি বানাতে হল।...'
হুকা-কাশি সমগ্র
Huka-Kashi Samagra
Huka-Kashi Samagra - Manoranjan Bhattacharya
মনোরঞ্জন ভট্টাচার্য

















