কানানগণ উপন্যাসের মূল বিষয় ভাতৃহত্যা। ভাতৃ নিধনের কাহিনী মানব সভ্যতার শুরু থেকে বলা ও লেখা হয়েছে। কিন্তু কেন? কারণ মানুষ কারো ভাই কিংবা বোন হতে পছন্দ করে না। মানুষ পরস্পর পরস্পরের শত্রু হতে চায়, একে অন্যকে নিশ্চিহ্ন করে দিতে চায়। অথচ একে অপরকে নিশ্চিহ্ন করার অর্থ নিজেই নিজেকে নিধন করা এই প্রাথমিক জীবন বস্তুটুকু মানুষ আর তার সভ্যতা অদ্যাবধি অর্জন করতে পারেনি। কেন পারেনি? পারেনি তার সহজ উত্তর হল সীমাহীন লোভ। লোভ মানুষের দৃষ্টিকে অন্ধ করে দেয়। আমরা যদি নিজেদের অভ্যন্তরের দিকে তাকাই তাহলে দেখব আমাদের সমগ্র অন্তর জুড়ে আছে ঈর্ষা,হিংসা আর ঘৃণা। যদি একই ভাবে আমরা ভেতর ছেড়ে বাইরে তাকাই তাহলে দেখব রাশিয়া ইউক্রেনের রক্তাক্ত যুদ্ধ, ইজরায়েল প্যালেস্তাইনের গণনিধন। মানুষের অন্তরে যখন ভাতৃত্ববোধের অভাব ঘটে তখন শুরু হয় দাঙ্গা,যুদ্ধ, রক্তপাত। রক্ত পিপাসু মানুষের ভাই থাকে না, বোন থাকে না, আত্মীয়তার বন্ধন থাকে না। থাকি শুধু লোভ,অনিবার্য লালসার বিকার। "কানানগণ" ভাতৃত্বের বন্ধনহীন এক রক্তাক্ত পৃথিবীর কাহিনী। বলা যায়, রক্তাক্ত পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে প্রিয়তম ভাইদের অন্বেষণ। এই উপন্যাসে এক ভাই অপর ভাইকে বারবার হত্যা করছে কিন্তু সে ভাই প্রতিবার নতুন করে বেঁচে উঠছে। কেন ভাই তার ভাইকে খুন করছে এই প্রশ্নের জবাব এই উপন্যাসেই রয়েছে। অথচ কিভাবে বারবার মৃত্যুর পরও একজন মানুষ বারবার বেঁচে যায় সে প্রশ্নের উত্তর মিলবে না। এই উত্তর খুঁজে পেতে পাঠককে অবশ্যই এই বই পাঠ করে এক পলক জীবনের দিকে ফিরে তাকাতে হবে। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে বিস্তারলাভ করবে।
কানানগণ
Kanangon
Kanangon - Shahzad Firdaus
শাহ্যাদ ফিরদাউস