উত্তর রাড়ের ভীমেশ্বরের ভূস্বামী দেবেন্দ্রনারায়ণের অধিকারচ্যুত পুত্র ময়ূখের কাল্পনিক কাহিনীই এই উপন্যাসের প্রধান উপাদান। নায়ক ময়ূখ, নায়িকা ললিতা আর উপনায়িকা গুলরুখের গল্পের সূত্র ঐতিহাসিক প্রেমমূলক উপন্যাসের রীতি অনুযায়ী বিশ্বাস-অবিশ্বাস্য কাহিনী দ্বারা বিন্যস্ত। হুগলি-সপ্তগ্রাম-ত্রিবেণীর ঘাট থেকে শুরু করে আগ্রার মুঘল দরবার এবং হারেমের গুপ্ত কক্ষ পর্যন্ত এই কাহিনীর বিস্তার। আশা করা যায়, গ্রন্থটি দ্রুত পাঠক মহলে সমাদর লাভ করবে।
ময়ূখ
Mayukh
Mayukh - Rakhaldas Bandopadhyay
রাখালদাস বন্দ্যোপাধ্যায়