বাংলা কথাশিল্পের প্রায় একমাত্র যা উপজীব্য সেই প্রেমের কল্পনাবিলাস এখানে অনুপস্থিত। অপেক্ষাকৃত ঊর্ধ্বস্তরের বাংলা সাহিত্যে পাই যে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন তাও এখানে নেই। নেই কোনো বিশেষ গোষ্ঠীর মানুষের সমাজজীবনের বিশদ বিবরণ, যা শ্রেষ্ঠ বাংলা উপন্যাসের স্তম্ভস্বরূপ। এমনকি নেই চরিত্র-চিত্রণও- চরিত্রগুলি সবকটিই একমাত্রিক। 'যেন সব আগে থাকতেই কম্পোজ করা থাকে। শুধু যুবকের নামটা পালটায়'। আছে শুধু অ্যাকশন- সামাজিক কোনো ঘটনা নয়, নিতান্তই বিচ্ছিন্ন খণ্ড তাৎক্ষণিকতা। কিন্তু বইটিকে একবার পাঠ করে রেখে দেওয়া যায় না। বারবার পাঠ করতে হয়। এবং সেই পাঠের ফলে পাঠকের মনকে অধিকার করে বসে এক সামাজিক চেতনা যার বিষয় এক অত্যন্ত হিংস্র ক্রুর বীভৎস ভয়াবহ সামাজিক পরিবেশ।
লেখক এক আশ্চর্য সাফল্য অর্জন করেন যে উপায়ে তা হল তাঁর ভাষা। অতি দক্ষতা সহকারে তিনি ব্যবহার করেন এমন এক ভাষা যা রুক্ষ, অমার্জিত, অশালীন, সময় বিশেষে ইতর, আধা-বাংলা আধা হিন্দি মিশ্রণে যা অদ্ভুত সততা সহকারে প্রতিফলিত করে সেই লোকেদের মনকে, যারা বাস করে কলকাতার বস্তিগুলিতে যেখানে 'তাবৎ কোলকাতা ঝেটিয়ে সাফ করা ডাঁশ ডাঁশ ময়লা। ময়লার পাহাড়, মরা কুত্তার জল ঢোকা ফুলো পেট, ন্যাকড়াকানি জড়ানো আধাঘণ্টার শিশু। আর দুর্গন্ধ'। দুর্গন্ধ... যে পরিবেশে প্রকৃতিও বিকৃতিপ্রাপ্ত- যেখানে বাতাস বয় না- 'বাতাসের হুজ্জোত' চলে। এই পরিবেশে রাজনীতি করে যে একমাত্রিক চরিত্রেরা তাদের বর্ণনাও সঙ্গতভাবেই এইপ্রকার কাটা কাটা।...
লেখক একেবারেই চেষ্টা করেননি নকশাল ছেলেদের ফিকে গোলাপি রোমান্টিক রঙে রাঙিয়ে নিষ্কলঙ্ক আদর্শের ধারকরূপে উপস্থিত করতে, যে প্রচেষ্টায় সহজ সাফল্য অর্জন করেছেন সেই মহারথী সাহিত্যিকেরা যাঁরা ওই একই রাজনীতির পটভূমি ব্যবহার করেছেন রণাঙ্গন থেকে অনেক দূরে অবস্থান করে। সম্মুখ সমরে সক্রিয় অংশ নিয়েছিল যে তরুণেরা তারা নিজ অভিজ্ঞতায় উপলব্ধি করেছিল যে ওই কালান্তক সংগ্রামে শুধু রাষ্ট্রের পক্ষেই নয়, বিদ্রোহী তরুণদের পক্ষেও লুপ্ত হতে চলেছিল সর্বপ্রকার মানবতাবোধ। তারা তাদের এই সাংঘাতিক বিচ্যুতিকে একেবারেই ক্ষমা করেনি।
নগর বৃত্তান্ত
লেখক : রাঘব বন্দ্যোপাধ্যায়প্রকাশনা : তৃতীয় পরিসর
ধারা : উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা : ২৬৮
বাধাই : হার্ডকভার
top of page
₹600.00 Regular Price
₹500.00Sale Price
Related Products
bottom of page

















