ঈশা দেব পাল রচিত এই সংকলনে নারীকেন্দ্রিকতা বিষয়বস্তুর আধারমাত্র, নিয়ামক নয়। গল্প থেকে গল্পে, বাস্তবতার চয়নে ফিরে ফিরে এসেছে দূরত্ব, ক্ষোভ, অভিমান, বিপন্নতার মতো মানসিক অস্থিতি। কখনো তাকে সফলভাবে পেরিয়ে গিয়েছে কাহিনীর সূত্র, কখনো প্রতিহত হয়েছে নানা সীমাবদ্ধতায়। কখনো দেখিয়েছে সমাজ-সময়-বাস্তবতার সীমানা কে না করার শব্দ-সাহস।
প্রতিষেধক এবং অন্যান্য
Protishedhok Ebong Onnannyo
Protishedhok Ebong Onnannyo - Isha Deb Paul
ঈশা দেব পাল

















