আজ যেখানে কল্যাণী শহর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভাব্য জাপানি আক্রমণ প্রতিরোধ করতে এই অঞ্চল এবং আশেপাশের ৪৫টা গ্রাম নিয়ে গড়ে ওঠে 'রুজভেল্টনগর'। মূলত মার্কিন সৈন্যদের জন্য এই যুদ্ধশহর নির্মাণ করার উদ্দেশ্যে একদিনের নোটিশে ভিটেছাড়া হতে হয় হাজার হাজার মানুষকে। একদল উদ্বাস্তু মানুষ ভাগীরথী হুগলি পার করে হয়ে পড়ে অতীত অভিযাত্রী। আরেকদল পূর্বে যমুনা বা মথুরা ঝিলপাড় করে চলতে থাকে ভবিষ্যতের পথে। মাঝখানে পড়ে থাকে বর্তমান। পড়ে থাকে যমুনা নদী, ভবিষ্যতে মথুরা ঝিল হওয়ার জন্য। সময়ের এই ত্রিমুখী ঘূর্ণির মধ্যে অতি স্বল্প পরিসরে চলে আসেন অনেক ঐতিহাসিক- অনৈতিহাসিক ব্যক্তিত্ব। তাঁদের কয়েকজন রাজা রামমোহন রায়, ঘোষপাড়ার কর্তাভজা ধর্মের দুলালচন্দ্র, ঈশ্বরগুপ্ত এবং নিমাই। কয়েকশো বছর পর রিভিজিট করবেন কাঞ্চনপল্লী, ঘোষপাড়া, কুলিয়ায়। আর আছে সিএএ, এনআরসি, পূর্ব বাংলার মুণ্ডহীন একদল উদ্বাস্তু এবং মার্কিন সৈন্যদের ফেলে যাওয়া কয়েক হাজার বোমা। এই সবই এই আখ্যানের উপজীব্য। ইতিহাস- বর্তমান- ভবিষ্যত আশ্রিত এই আখ্যান।
রুজভেল্টনগর
Roosevelt Nagar
Roosevelt Nagar - Ripan Halder
রিপন হালদার