Samparker Alo Andhokar Kadambari O Mrinalini - Amit Mandal
ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথের দুই পুত্রবধূ- জ্যোতিরীন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথের সহধর্মিনী মৃণালিনী দেবীর নাম রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দুই নারীকে নিয়ে সাহিত্য সংস্কৃতি পরিসরে কম আলোচনা হয়নি। এই গ্রন্থে ঠাকুর বাড়ির বধু, কাদম্বরির ছাঁদবাগান ও নন্দনকানন, মা আর কোনদিন ফিরবেন না, আত্মহননের ব্যর্থ প্রচেষ্টা, কাদম্বরীর আত্মবিসর্জন, জোড়াসাঁকো থেকে জ্যোতিরিন্দ্রনাথের চিরবিদায়, রবীন্দ্রনাথের উৎসর্গ পত্রে কাদম্বরী, পঁচিশ বছর বয়সের শোক নানান কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠকের হাতে গ্রহণ যোগ্যতা লাভ করবে।
সম্পর্কের আলো অন্ধকার কাদম্বরী ও মৃণালিনী
Samparker Alo Andhokar Kadambari O Mrinalini