শেরশাবাদীরা ইতিহাস স্বীকৃত একটি জাতি। তাঁদের যাপনের স্বাতন্ত্র একটি স্বতন্ত্র সংস্কৃতির পরিসর রচনা করে। লোকায়িত পরিসরে নানা আঙ্গিকে চলে তার বিবর্তন। বিনির্মাণ হয় একটি সাংস্কৃতিক ঐতিহ্যের। সেই সংস্কৃতির নানা দিক একান্ত বীক্ষণের মাধ্যমে তুলে ধরেছেন লেখক। গ্রন্থটিতে শেরশাদের জনতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক, ও সাংস্কৃতিক কথাভাষ্য, জনগোষ্ঠীর জীবন ঐতিহ্য,লোকবিশ্বাস, লোকসংস্কার, অভিজ্ঞতার পরম্পরা,সাহিত্য রাগ অনুরাগ, বিবাহ গীত, ধাঁধা, প্রবাদ, লোককথা, লোকশিল্প, লোক মানুষের জীবন শৈলী, টোটেম,লোক চিকিৎসা ও লোক ওষুধ, শেরশাবাদি লোকসাহিত্য ও ভাষা ভান্ডার এবং শব্দ ভান্ডার বিভিন্ন কিছু আলোচিত হয়েছে আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে সমাদর লাভ করবে।
শেরশাহবাদী সমাজ
Shershabadi Samaj
Shershabadi Samaj Lokachar O Loksanskrity - Md Ibrahim
মহম্মদ ইব্রাহিম

















