Shmashan : Myth Puran Itihas - Alok Sarkar
শ্মশান যেমন মহাশূন্যতার প্রতীক তেমনই মৃতদেহ দাহের যজ্ঞভূমি। এই শ্মশানকে কেন্দ্র করে নানা দিকে পৌঁছনোর চেষ্টা করা হয়েছে। এই গ্রন্থ শ্মশানে পৌঁছনোর সেই বিচিত্র ভ্রমণলিপি। প্রতিটি পাতায় মানুষ পোড়া ধোঁয়ার নির্জন স্মৃতি লেগে আছে। মাতৃযোনি থেকে মানুষের জন্ম আর মহামাতৃযোনিতে তার বিলয়। এই মহামাতৃযোনি হল চিতাকুন্ড। চিতাকুন্ড যে ভূমিতে অবস্থান করে সেই ভূমি শ্মশানভূমি। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের শান্ত বনভূমির ভেতর অথবা কোনো নদীর তীরে জ্বলে উঠেছে চিতা। এই সুদীর্ঘ সময়ে চিতাকে, শ্মশানকে জড়িয়ে গড়ে উঠেছে তার নিজস্ব পুরাণ, ইতিহাস ও মিথ। পাশাপাশি বিভিন্ন সময় শ্মশান মানুষের ভাবনা ও দর্শনকে প্রভাবিত করেছে। সেই তথ্য, আখ্যান, স্মৃতি ও প্রভাব স্পর্শ করে এই গ্রন্থের শ্মশানচিত্র লেখক পাঠকদের কাছে তুলে ধরতে চেয়েছেন। শ্মশানভূমির প্রাচীনতা, ভৌগোলিক অবস্থান, চিতাকুন্ড, রীতিনীতি, লোকসংস্কার, গান, চিতার বিবর্তন, দেবদেবী, পোড়া দেওয়াল, পোড়া কাঠ, কয়লা, বিভিন্ন গাছ-লতা-গুল্ম, স্মৃতিসৌধ, মন্দির সমস্তই মিলেমিশে এক আবহ তৈরী করে। শ্মশানের ব্যক্তি ও বস্তু চরিত্রের সঙ্গে দার্শনিক ক্ষেত্র ফুটে উঠেছে শ্মশানের বিচিত্র বাস্তুতন্ত্র ও জৈবশৃঙ্খল ধারণ করে শেষ পর্যন্ত কেবল তথ্যে নয়—শ্মশানের মৃত, রুক্ষ ও উষর বুকে প্রাণের অন্বেষণ করা হয়েছে। আশা করা যায় বইটি দ্রুত পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।
শ্মশান : মিথ পুরাণ ইতিহাস
Shmashan : Myth Puran Itihas