ক্লাউন একটি বেঁটে খাটো মানুষ, যার মাথাটা বড়ো, শরীরটা ছোট, ডোরাকাটা ঢোলা প্যান্ট পরে, পায়ের দিকটা চাপা, মাথায় নানা রকমের টুপি, টুপির মাথায় লাল বল ঝুলছে। তেমনি নাকের উপর লাল বল। দুটি বল দুই জায়গায় খেলছে। টুপিটা কখনো চাপা, কখনো লম্বা চোঙ্গার মত, ছুঁচোলো, কত তার বাহার। সার্কাসের গোল আঙিনায় ক্লাউন অপরিহার্য। ওকে থাকতেই হবে। ক্লাউনের কথাই এই বইয়ের প্রতিটি পাতায়। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে বিস্তৃত হবে।
ক্লাউন
The Clown
The Clown By Hiran Mitra
হিরণ মিত্র

















