Uttoron - Sirshendu Sengupta
সম্পর্কের টানাপোড়েন তো সবকিছুতেই থাকে। সমকামীরা তৈরী হয় সমাজের অবহেলা, শোষণের মধ্যে দিয়ে। আর যে সব সমকামী সঠিক পথ পায়, পরিবার-পরিজনদের সাহায্য পায়, তারা সমপ্রেমী হয়ে ওঠে। হোক না দুটো ছেলে কিংবা দুটো মেয়ে। তাতে কি আসে যায়? তারা ভালোবেসে একসাথে বাঁধুক ঘর। দত্তক নিক সন্তান। ‘অনাথ’ শব্দটাকে ‘ইতিহাস’ করে দিক তারা— দুই বাবা অথবা দুই মা মিলে।
উত্তরণ
Uttoron