Janapader Katha : Garifa Chatra - Edited by Kanaipada Roy
জেলা উত্তর ২৪পরগনার অন্তর্গত বারাকপুর মহকুমার গঙ্গার পূর্ব তীরে ঐতিহ্যপূর্ণ জনপদ গরিফা। নৈহাটি পুরসভার অন্তর্গত বৈদ্য প্রধান এই জনপদ। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র লিখেছেন -"কাঁচরাপাড়ার দক্ষিণে, কুমারহট্টের দক্ষিণে গরিফা। এই তিন গ্রামে অনেক বৈদ্যের বাস। এই বৈদ্যদিগের মধ্যে অনেকেই বাংলার মুখ উজ্জ্বল করেছেন। গরিফার গৌরব রামকমল সেন, কেশবচন্দ্র সেন, কৃষ্ণবিহারী সেন, প্রতাপচন্দ্র মজুমদার। এইসকল ব্যক্তিত্ব ছাড়াও গরিফার নন্দকুমার রায়, বিহারীলাল গুপ্ত, মতিলাল গুপ্ত, অমৃতলাল রায়, স্যার উষানাথ সেন, অধ্যাপক মোহিতচন্দ্র সেন, শ্রীকান্ত সেন, বল্লভ সেন প্রমুখ গরিফার মুখ উজ্জ্বল করেছেন। বিজয়কৃষ্ণ ঘোষ গরিফার বিশিষ্ট সাহিত্যিক। কবি হিসেবে রবীন্দ্রনাথের সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। বসিরহাট মহকুমার একটি ইতিহাসপ্রসিদ্ধ গ্রাম চাতরা। শুধু কি গ্রাম! গ্রামের মানুষেরা একত্রিত হলে কত যে উন্নয়নমূলক কাজ করা যায় তার নিদর্শন এই প্রাচীন জনপদ। স্বাধীনতা আন্দোলনে চাতরা অগ্রণী ভূমিকা নিয়েছিল। এখানে তৈরী হয়েছিল ডেটিনিউ ক্যাম্প। বিভিন্ন রাজনৈতিক বন্দীদের এখানে আটকে রাখা হত। নেতাজি সুভাষচন্দ্র বসু চাতরায় এসে বক্তৃতা করেছেন। এই গ্রন্থে সেকালের গরিফা ও একালের গরিফার কথা, ধর্ম চেতনা ও ধর্ম বিপ্লব, সাহিত্য বিকাশ, পত্রিকা সম্পাদনা ও সাংবাদিকতা, শিক্ষা সংস্কার ও শিক্ষা বিস্তার, রাজনীতি, রাষ্ট্র ও বিপ্লব, যাত্রাগান ও চলচ্চিত্র, জুবিলী ব্রিজ, বেহুলা বন, নদী তীরে শিব দেউল ও নাগা সাধু আশ্রম, রামঘাট, বিদ্যাশিক্ষা ও বিদ্যালয়, অঘোরীবাবার সমাজ মন্দির ও বৃদ্ধাশ্রম, গরিফায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশব সেন পাঠাগার, গরিফার কবি বিজয় কৃষ্ণ ঘোষ, গ্রাম চাতরা নিয়ে নানান তথ্য এই বইতে লিপিবদ্ধ। আশা করা যায় গ্রন্থটি দ্রুত পাঠক মহলে গ্রহণযোগ্যতা লাভ করবে।
জনপদের কথা : গরিফা চাতরা
Janapader Katha : Garifa Chatra