Naribadi Likhanprakriya - Ballari Sen
“পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো”, বা “জন্মান্ধ মেয়েকে জ্যোৎস্নার ধারণা দেব বলে”— এই ভাবে নারীর যে নির্মাণ; যে নারীর নির্মাণ, তার আকাঙ্ক্ষার নির্মাণ সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে পরবর্তী বহু দশক অবধি বাংলা কবিতায় চলে আসছে। কিন্তু পাশাপাশি একটি মেয়ের কলমে তাঁর আত্মনির্মাণের বিন্যাস এবং আত্মনির্মাণের যে দ্বান্দ্বিক অবস্থান— সেই অবস্থানের মধ্যে প্রত্যক্ষ তাঁর ব্রহ্মবাদিনী হয়ে ওঠা, তাঁর চেতনার নিভৃতে, চেতনার অনেক গভীরে অলিখিত — অব্যক্ত, অমীমাংসিত এবং অপৌরুষেয়—কবিতায় তুলে আনা হচ্ছে; এবং সেই উত্তোলন রয়ে যাচ্ছে অস্বীকৃত। তিনি কীভাবে কালার কোডকে— বলা যেতে পারে উপক্রমকে বিন্যস্ত করেছেন, ক্রমান্বয়ে, অনিঃশেষ একটি গতিপথ ধরে। আর কোথাও কোনো একরৈখিকতা নেই; বক্তব্যের মধ্যে কোথাও গীতলতা নেই; কোথাও আবেগের উচ্ছ্বসিত বর্ণনাও নেই— অথচ তাঁকে এসব নিয়েই সমালোচিত হতে হয়েছে।
নারীবাদী লিখনপ্রক্রিয়া
লেখক : বল্লরী সেন
প্রকাশনা : কেতাব-e
ধারা : গদ্য
পৃষ্ঠা সংখ্যা : ১০৮
বাধাই : হার্ডকভার